• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
বিরামপুরে উদ্ধার হওয়ার শিশুটি এখন মায়ের কোলে!! প্রতিশোধ- প্রতিহিংসা চাই না আমরা শান্তিময় বাংলাদেশ গড়বো রাণীশংকৈলে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করুন নিহত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা জরুরী  — মির্জা ফখরুল ধরলা নদীতে গোসল করতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে ঘর-বাড়ি ও ফসলি জমি রক্ষায় সেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর    ঠাকুরগাঁও বিএনপি’র জনসভায় বক্তব্যে বলেন, সংখ্যালঘুরা আমাদের আমানত — বিএনপির মহাসচিব মির্জা ফখরুল , ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা উৎসব । তেঁতুলিয়ায়  ইউপি চেয়ারম্যানসহ অজ্ঞাতনামা সাড়ে ৩শ আসামী আটক ৭  ঠাকুরগাঁওয়ে ৮ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান । পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে জরিমানা।

গোপালগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০আহত ২০ 

বিশ্বজিৎ চন্দ্র সরকার / ৫৭ বার
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মমান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ইমাদ পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা টি সৃষ্টি ঘটেছে ।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটের সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড ও পঞ্চবটি গ্রামের মধ্যবর্তী স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মার্স্টার রেজাউল মাওলা, এবং কাশিয়ানী থানার উপপরিদর্শক সেলিম মিয়া উপস্থিত হন তাদের টিম নিয়ে এবং দূর্ঘটনা টির সকল তথ্য প্রদান করেন। তারা বলেন ঘটনাস্থলে এসেই তারা তাৎহ্মনিক ৬ জনকে মৃত্যু সনাক্ত করেন। এবং পরবর্তীতে আরও চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়,বাকিদের কে আশঙ্কা জনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে এলাকাবাশীর সহযোগীতায় পাঠানো হয়েছে বলে জানান তারা ও এলাকাবাসী।

নিহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে।

তারা হলেন-খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪), বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। কাশিয়ানী থানা পুলিশ ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে শেষপর্যন্ত এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে ভতি করেন ।

 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খুলনা থেকে ছেড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬জন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন আমি যতটুকু জেনেছি সেটাই জানালাম।তবে সর্বশেষ এ দূর্ঘনায় কতজন নিহত হবে সেটা হাসপাতালের কর্তৃপক্ষের মাধ্যমে জানযাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও সংবাদ