দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে বৈষম্য শহীদ ছাত্রদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি নজমুল হক নাজিম, সহকারী অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু,আবু ফরহাদ বাচ্চু, আব্দুল মজিদ মন্ডল, সহসম্পাদক আসলাম উদ্দিন সরকার সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা যুবদলের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহবুব আলম মিলন, যুগ্ম আহমায়ক জাকিউর রহমান চঞ্চল, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন লিটন, ছাএদলের মো. মেমোরি, ছাত্রদের আহবায়ক জিয়াবুর রহমানসহ বিভিন্নস্তরের নেতা-কর্মিগণ।
আলোচনাসভা শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।