যশোরের কেশবপুরে সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষাথীরা।
প্রধান শিক্ষক’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,অর্থ আত্মসাৎ, দূর্নীতি আর অনিয়ম,শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা লোপাট, বিদ্যালয়ে পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ নানাবিধ অভিযোগে রয়েছে। একটি সুনামধন্য প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যালয় রূপান্তরিত করেছে এই প্রধান শিক্ষক। নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যে নির্দিষ্ট ব্যাক্তিকে সভাপতি বানানোর জন্যে সাতবার এডহক কমিটি গঠন করেছেন।এই প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের কমিটির বিরুদ্ধে ৬/৭বার বিভিন্ন লোকের দিয়ে মামলা করানোর অভিযোগ রয়েছে।
সোমবার (২সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীর পদত্যাগের একদফা দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধরা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন তারা বলেন, ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ, জালিয়াতির মাধ্যমে আওয়ামী প্রভাব খাটিয়ে ঘুষ ও দূর্নীতি এর মাধ্যমে নিয়োগ বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেও নিয়োগ নিয়েছেন শ্যামল কুমার চৌধুরীর।
ক্ষমতার অপব্যবহার, কর্মচারী ও শিক্ষকদের বেতনের টাকা আত্মসাৎ এবং নানা অপকর্মে লিপ্ত তিনি। বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে টাকা আদায় করেন, অবিভাবকদের সাথেও খারাপ আচরন করেন। এমন বিদ্যালয় প্রধান আমরা চাইনা। আমরা তার পদত্যাগ চাই।
এবিষয়ে জানতে সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।