পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার সর্বাধিক জনপ্রিয়, সামাজিক সেচ্ছাসেবী সংগঠণ হলো “গলাচিপা মানব কল্যাণ সংস্থা-GMKS”
আজ বিশেষ বৈঠকে সকলের সিদ্ধান্তক্রমে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ হাসান মাহমুদ কে “গলাচিপা মানব কল্যাণ সংস্থা-GMKS এর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
# মোঃ হাসান মাহমুদ এর পরিচিতঃ-
নামঃ মোঃ হাসান মাহমুদ
পিতার নামঃ আঃমান্নান মুন্সী
জন্ম তারিখঃ ১৮/০১/১৯৯৫ইং
রক্তের গ্রুপঃ B+
শিক্ষাগত যোগ্যতাঃ এম এ
পেশাঃ চাকরিজীবী
স্থায়ী পূর্ণ ঠিকানাঃ
বাড়ির নামঃ জোমাদ্দার বাড়ি গ্রাম+ পোস্টঃ বোয়ালিয়া
০৮ নং ওয়ার্ড
সদর ইউনিয়ন গলাচিপা উপজেলাঃ গলাচিপা
জেলাঃ পটুয়াখালী।
বর্তমানঃ ঢাকা রামপুরা।
Gmks সংস্থার সভাপতি এস এম সাইফুদ্দিন সালেহী বলেন:- আমাদের উপদেষ্টা পরিষদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে তার জন্য দোয়া করি মহান বিধাতা যেনো তার সকল আশা পূরন করেন, তার সার্বিক মঙ্গল কামনা করি এবং তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ বাহাদুর মিয়া বলেন, আমার জানা মতে, মোঃ হাসান মাহমুদ ভাই খুব ভালো মানুষ। সে রাষ্ট্রদ্রোহী কোন কাজে জড়িত নহে। সদস্য নির্বাচিত হওয়ার জন্য তাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
গলাচিপা উপজেলার একঝাঁক তরুণ মেধাবীদের নিয়ে এ অরাজনৈতিক সংগঠনটি এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশা আল্লাহ।